দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পয়লা জানুয়ারি থেকে ‛সোনার বাংলা’ গড়তে বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। বঙ্গভঙ্গের প্রতিবাদে এক সময় রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।’ শোনা যায় ১৯০৫ সালের ৭ অগাস্ট টাউন হলের এক প্রতিবাদসভায় এই গান গাওয়া হয়েছিল। ১১৫ বছর পর এই সোনার বাংলা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।
এদিকে পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিজেপির সোনার বাংলা কর্মসূচি। এই লক্ষ্যকে সামনে রেখে ৫০টি দল গঠন করা হয়েছে। প্রত্যেক দলে থাকবেন ২-৩ জন সদস্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় পৌঁছবেন দলের সদস্যরা। গেরুয়া শিবিরের দাবি, ‘বিজেপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, শিল্পায়ন, সামাজিক নিরাপত্তা, নারী নিরাপত্তার মতো ১০টি ইস্যুতে কী পরিকল্পনা, সেটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরবে বিজেপি।