Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

এবার থেকে বাংলা ভাষাতেও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং, ঘোষণা মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার বাংলাতেও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির এক বছর পূর্তি উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৫টি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে এবার। এরফলে গরিব, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়ারা উপকৃত হবে। এই ভাষাগুলির মধ্যে বাংলা রয়েছে বলে খবর।

আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিশেষ অনুবাদের টুল তৈরি করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আঞ্চলিক ভাষায় পড়ানো হলে দরিদ্র, গরিব, পিছিয়ে পড়া পড়ুয়ারা উপকৃত হবে। কারণ, তাঁদের ক্ষেত্রে ভাষা সবসময় বাধা হয়ে দাঁড়াত’। এদিন মোদী বলেন, ‘আমি খুশি যে, ৮টি রাজ্যে ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে ৫টি আঞ্চলিক ভাষায় (হিন্দি, তামিল, তেলগু, মারাঠি, বাংলা) পড়ানো হবে।

 

অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী জানান, এরফলে যে কোনও পড়ুয়া যে কোনও কোর্স থেকে যখন খুশি বেরিয়ে যেতে পারবেন, আবার অন্য কোর্সে ভর্তি হতে পারবেন। নমো আরও বলেছেন, এতদিন বড় শহরের শিশুরাই প্লে স্কুলে পড়ার সুযোগ পেত। এবার বিদ্যা প্রবেশ প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্প পৌঁছে যাবে গ্রামে গ্রামে।

শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ‘নিষ্ঠা ২.০’ নামের একটি প্রকল্পের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য সাংকেতিক ভাষাকে পৃথক ভাষার মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী।

নয়া শিক্ষানীতি প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষানীতি এক বছর পূর্ণ করল। এজন্য সকলকে অভিনন্দন… অতিমারির মধ্যেও এই নীতি বাস্তবায়িক করা হয়েছে’।

Leave a Reply

error: Content is protected !!