দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেট ও এসএসসির মাধ্যমে নিয়োগ হবে। শনিবার এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে বছর বছর প্রাথমিক টেট ও এসএসসি নিতে আমরা চেষ্টা করব, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে।’
প্রসঙ্গত, গতকালই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে রাজ্যকে স্বস্তি দিয়েছে হাইকোর্ট। স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। গত ২ জুলাই সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই গতকাল রাজ্যের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্থগিতাদেশ প্রত্যাহার করে কলকাতা হাইকোর্ট। আর আজ বছর বছর শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক নিয়োগ সংক্রান্ত পদ্ধতি জানিয়ে দেবে এসএসসি কর্তৃপক্ষ। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে এই প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য মামলা করা হচ্ছে।’
প্রসঙ্গত, তৃণমূল সরকার আসার পর থেকেই রাজ্যে নিয়মিত টেট-এসএসসি না হওয়ার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। আর আজ এই ঘোষণার পর কার্যত বিরোধীদের জবাব দিলেন ব্রাত্য বসু। তবে আগামী দিনে রাজ্য শিক্ষক নিয়োগ কী পরিমাণে হয় তা অবশ্য সময়ই বলবে।