দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা র্পযদ হাইমাদ্রাসা– আলিম এবং অষ্টম শ্রেণী পাশ সমস্ত ছাত্রছাত্রীদরে কারিগরী শিক্ষার বিশেষ সুযোগ করে দিল। এখন থেকে ইন্ডাস্ট্রয়িাল ট্রেনিং ইন্ডাস্ট্রিজ বা আইটিআই র্কোস করার জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করল। আর এই র্কোস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যকে মাদ্রাসার প্রধান শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন – স্যংখ্যালঘু ছাত্রছাত্রীদরে জন্য মাদ্রাসা র্পযদ ও রাজ্য কারিগরী দফতর এই সুযোগ এনে দিয়েছে। আগামী ১৮ জুলাই-এর মধ্যে আবদেন করা যাবে। রাজ্যে ৬১৪টি মাদ্রাসা– আনএডেড এবং এমএসকে শক্ষিা প্রতষ্ঠিানগুলতিে কারিগরী শিক্ষার জন্য ভোকশেনাল ট্রেনিং সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে।
ছাত্র-ছাত্রীদরে এ ব্যাপারে উৎসাহ ও সহযোগতিা করার জন্য প্রধান শক্ষিক এবং অন্যান্য শিক্ষকদের র্বাতা দিয়েছেন র্পষদ সভাপতি। তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা যাতে কারিগরী শিক্ষা র্অজন করে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য এই উদ্যোগ রাজ্য সংখ্যালঘু দফতরের। র্পষদ সভাপতি বলনে– ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য www.wbscvt.org তেআবদেন করতে পারবেন।রাজ্যে সরকারভিাবে ৫৩টি আইটআিই কলজে এবং সরকার অনুমোদতি ৭৮টি বেসরকারি কলজে রয়েছে। কোভডি-১৯ প্যানডেমিক পরিস্থিতিতে অনলাইনে অনলাইন ভর্তির প্রক্রিয়া চলছে।
মাদ্রাসা র্পযদরে নজিস্ব ওয়েবসাইটেও কারিগরী দফতরের ওয়বেসাইটের লিঙ্ক দেওয়া আছে আগ্রহী ছাত্র এবং শিক্ষকরা এ ব্যাপারে লিঙ্ক দেখতে পারেন। র্বোড সভাপতি বলেন মাদ্রাসা পাঠরত ছাত্র-ছাত্রী বিশেষ করে অষ্টম শ্রেণী পাশ বা হাইমাদ্রাসা এবং আলিম বা সমতুল্য পাশ ছাত্র-ছাত্রীরা আইটিআই পাশ করে পড়ুয়ারা তথ্যপ্রযুক্তি বা ইঞ্জনিয়ারিং পাশ করে তারা নানা কাজে যুক্ত হতে পারব। এছাড়াও আইটআিই পাশ করে পলিটেকনি কলেজ ইঞ্জিনিয়ারিং -এ ডিপ্লোমা র্কোস করা যতেে পারে। এরপর বিটেক বা তারপর এমটেক র্কোস করার সুযোগ রয়েছে পডুয়াদের।
আইটিআই-এর বিভিন্ন র্কোস বা ট্রেড অনুযায়ী ১ বা ২ বছররে র্কোস রয়েছে।আগ্রহী ছাত্রছাত্রীরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল– ফিটার, কম্পউিটার অপারটের ইত্যাদি র্কোসে র্ভতি হতে পারব।র্কোস শেষে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ১০০ শতাংশ– কাজরে সুযোগ রয়ছে।সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন– কারিগরী দফতরের মাধ্যমে এই র্কোস করার সুযোগ ছিল মধ্যশক্ষিা র্পষদের পড়ুয়াদের । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত বছর থকেে এই ধরনরে বৃত্তি মূলক প্রশিক্ষণের র্কোস হাইমাদ্রাসা এবং আলিম সমতুল্য পাশ ছাত্র-ছাত্রীদরে জন্য এই সুযোগ এনে দওেয়া হয়ছে।
ওই র্কোস সম্পন্ন করে অনকেইে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। আগামী দিনে মাদ্রাসা পডুয়াদের র্কপােরেটমুখী করতে এই প্রশক্ষিণ বলে তিনি জানান। এই উদ্যোগকে স্বাগত জানয়িছেনে– রাজ্য মাদ্রাসা তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি এম কে ফারহাদ। তনিি বলছেনে– গত বছর থকেে এই র্কোস চালু হওয়ায় বহু সংখ্যালঘু পডুয়া উপকৃত হচ্ছ।এর ফলে সংখ্যালঘু পডুয়ারা কারিগরী শিক্ষায় উর্ত্তীণ হয়ে দেশকে পথ দেখাবে।