দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজেদের ওয়েবসাইটে রান্নার গ্যাসের নয়া মূল্য তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। গোটা দেশ অসমের এনআরসি ইস্যুতে মগ্ন থাকার মাঝেই শনিবার মধ্যরাত থেকেই চালু হয়ে গিয়েছে এই নতুন দাম।
আজ থেকে অনেকটাই বেড়ে গেল ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম। গত আগস্ট মাসের থেকে ১৫.৫০ টাকা বাড়ল প্রতি ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারে। দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল।
গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল দিল্লি–৫৯০ টাকা, কলকাতা–৬১৬.৫০ টাকা, মুম্বই–৫২৬ টাকা, চেন্নাই–৬০৬.৫০ টাকা। পাশাপাশি ১৯ কেজি নন ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫১ টাকা। ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম হল দিল্লি–১০৫৪.৫০ টাকা, কলকাতা –১১১৪.৫০ টাকা, মুম্বই–১০০৮.৫০ টাকা এবং চেন্নাই–১১৭৪.৫০ টাকা।