Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ধুঁকছে বঙ্গ বিজেপি, পার্টির অনেক অফিসে সন্ধ্যাবাতি দেওয়ার লোক পর্যন্ত নেই

কলকাতা, ২৪ আগস্ট: নির্বাচনী বিপর্যয়ের ধাক্কায় জেরবার বঙ্গ বিজেপি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কলকাতার আশপাশে বেশ কিছু এলাকার পার্টি কার্যালয়ে সন্ধ্যাবাতি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। এমনকি দলের বিভিন্ন কমিটির বৈঠকে ফোরাম পর্যন্ত হচ্ছে না। ফলে প্রস্তাব, সিদ্ধান্ত পাশ করানো যাচ্ছে না।

সোমবার কলকাতার হেস্টিংস দফতরে দলের দক্ষিণবঙ্গের জেলাগুলির সাংগঠনিক বৈঠকে এই চিত্র তুলে ধরেন নেতারা। জেলা নেতাদের এমন বক্তব্যের জবাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকে খানিক হুঁশিয়ারির সুরে বলেন, দল সরকার গড়তে পারেনি ঠিকই। কিন্তু শক্তিবৃদ্ধি হয়েছে অনেক। তারপরও যারা মানসিক বল পাচ্ছেন না, তারা চাইলে নেতৃত্ব, কমিটি থেকে সরে দাঁড়াতে পারেন। দল নতুনদের দায়িত্ব দিতে চায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সাংগঠনিক পরিবর্তন আসন্ন।
এদিন কলকাতা এবং লাগোয়া এলাকার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিধানসভা নির্বাচনে এই এলাকায় একটি আসনও জিততে পারেনি বিজেপি। তা নিয়ে দলের মধ্যে নানা প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে দলের কাছে গুরুত্বপূর্ণ হল পার্টিকে আন্দোললে নামানো। দেখা যাচ্ছে দলের কর্মসূচিতে লোক হচ্ছে না।

 

Leave a Reply

error: Content is protected !!