দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন ইংরেজদের পা চাটা দালাল ও উগ্র হিন্দুত্ববাদের জনক নাথুরাম গডসে। তাই গান্ধীজির মৃত্যুবার্ষিকী অনশনের মাধ্যমে‘সদ্ভাবনা দিবস’ হিসেবে পালন করলেন কৃষকরা। এদিন সকালে নিজ নিজ বিক্ষোভস্থলেই অনশনে বসেছেন কৃষক নেতারা। সকাল ৯ থেকে শুরু হওয়া এই অনশন চলে বিকাল ৫টা পর্যন্ত।