দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়ীনীতে মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয়েছিল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। মধ্যপ্রদেশ পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশে পুলিশের এসটিএফের হাতে। মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে আনার সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। জানা গিয়েছে, তখনই এনকাউন্টারে খতম হয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার।
শুক্রবার সকালে কানপুরের কাছে এসে উল্টে যায় বিকাশ দুবেকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা কনভয়ের একটি গাড়ি। পুলিশের অনুমান, এর পিছনে হাত ছিল বিকাশেরই। এরপর পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। সেই সময় পাল্টা এনকাউন্টারে মারা যায় সে। সূত্রের খবর, কানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। এদিকে এই এনকাউন্টারে ঘটনা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকেই সাজানো ঘটনা বলেও উল্লেখ করেছেন।