ভোপাল, ২১ আগস্ট: গত ১৬ আগস্ট থেকে বিজেপির তরফে “জন আশীর্বাদ যাত্রা” নামে নয়া জনসংযোগ কর্মসূচির সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন যে ৩৯ জন মন্ত্রীকে জায়গা দেওয়া হয়েছে, তারা সকলেই ২২টি রাজ্য জুড়ে হওয়া এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও জন আশীর্বাদ যাত্রা করেছেন।
সিন্ধিয়ার সেই জন আশীর্বাদ যাত্রায় একঝাঁক গ্যাংস্টার, সন্ত্রাসী ও গুণ্ডাদের দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে। ইনদৌরে অনুষ্ঠিত এই জন আশীর্বাদ যাত্রায় পরদেশিপুরা এলাকার কুখ্যাত গ্যাংস্টার যুবরাজ ওস্তাদকেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বিজেপি বিধায়ক রমেশ মন্দলা সিন্ধিয়ার সঙ্গে যুবরাজ ওস্তাদের দেখাও করান।
আরও পড়ুন: কাজে এলোনা বিজেপির ষড়যন্ত্র! ফেসবুক ফিরিয়ে দিল ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপ
উল্লেখ্য, ২০০৩ সালে খুন হওয়া মহেন্দ্র উপাধ্যায় খুনের মামলায় অভিযুক্ত যুবরাজ ওস্তাদ। এদিনেরজন আশীর্বাদ যাত্রায় জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রতীক সাংঘভিও মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করতে আসেন। এছাড়া শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত বিজু পরমার, লোক ঠকানো মামলায় অভিযুক্ত রাজকুমার শর্মা ও মারপিটের অভিযুক্ত অজয় খাসও এই জন আশীর্বাদ যাত্রায় এসেছিলেন।