দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক। এই মর্মে করা একটি জনস্বার্থ মামলা শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট। এই মামলার প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রকে একটি নোটিশ জারি করেছিল শীর্ষ আদালত। গত ১ জুলাই সেই নোটিশ ইস্যু করা হয়েছিল। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও কেন্দ্রের তরফে এই শুনানিতে কেউ হাজির হননি। কেন্দ্রের তরফে কিছউ বলাও হয়নি। এর জেরে এদিন মুলতুবি হয়ে যায়। দুই সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।
বিরোধীদের অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন থেকেই পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সেই কারণেই গেরুয়া শিবিরের তরফে বারবার রাজ্য়ে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠেছে। এরপরই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পাশাপাশি রাজ্যে সামরিক বাহিনী অথবা আধাসেনা মোতায়েনেরও দাবি তোলা হয় মামলাকারীর তরফে।
মামলাকারীর দাবি, তা না হলে রাজ্যের শান্তি ও অভ্যন্তরীণ স্থিতাবস্থা ফিরবে না। একইসঙ্গে, ঠিক কী কারণে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ব্যাপক হিংসা ছড়়াল, তার নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলা হয়েছে। মামলাকারীর দাবি, এই তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেওয়া হোক। এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয় শীর্ষ আদালতের তরফে। তবে সেই মামলার প্রেক্ষিতে আজ শুনানি হওয়ার কথা থাকলে কেন্দ্রের তরফে কোনও আইনজীবী এদিন উপস্থিত হননি।