গুয়াহাটি, ২৩ আগস্ট: গুয়াহাটি আইআইটি-র এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল গত মার্চ মাসে। ধর্ষিতা, তারই এক সহপাঠিনী। সম্প্রতি, অভিযুক্ত ওই ছাত্র এবং নির্যাতিতা দুজনকেই ‛দেশের ভবিষ্যৎ সম্পদ’ বলে উল্লেখ করল গুয়াহাটি হাইকোর্ট। একইসঙ্গে, জামিন দেওয়া হল ওই অভিযুক্ত ছাত্রটিকে।
অভিযুক্ত ওই ছাত্রের নাম উৎসব কদম। গত ১৩ আগস্ট তাঁকে জামিন দিয়েছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি অজিত বরঠাকুর। বিচারক বলেন, অভিযুক্তের বয়স ২১ বছর, নির্যাতিতার মাত্র ১৯। দুজনেই রাজ্যের ভবিষ্যতের সম্পদ, গুয়াহাটি আইআইটির ইঞ্জিনিয়ারিং কোর্সের মেধাবী ছাত্রছাত্রী। মামলার বিচারের স্বার্থে অভিযুক্তকে আটকে রাখা অপ্রয়োজনীয়।