দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ১৫ আগস্ট। পরাধীনতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ অনুভব করে এই দিনে। তিরঙ্গা পত্পত্ করে আকাশে।
প্রতি বছর ১৫ আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু আমরা অনেকেই জানি না, এই লালকেল্লায় প্রথম কে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। কে প্রথম ব্রিটিশ পতাকা ছুঁড়ে ফেলে লাগিয়ে দেন ভারতের গৌরবময় সাফল্যের নিদর্শন তার জাতীয় পতাকা।
তিনি হলেন কর্ণেল শাহনাওয়াজ খান। তিনি হলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, আজাদ হিন্দ বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নেতাজী সুভাষ চন্দ্র বসুর সহযোদ্ধা শাহনাওয়াজ খান। যাদের রক্ত ও সংগ্রামের মাধ্যমে ভারত পরাধীনতার অন্ধকার কাটিয়ে উঠেছে, তাদেরই একজন। অথচ দুঃখের বিষয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি ব্রাত্য!