দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দলের সংগঠনের সমস্ত পদে নির্বাচনের দাবিতে মুখ খুললেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। একে ‘সংস্কারের দাবি’ আখ্যা দিয়েছেন গুলাম। গত আগস্টে গুলাম নবি-সহ কংগ্রেসের ২৩ জন ‘বিক্ষুব্ধ’ নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস নেতৃত্বে সক্রিয়তার দাবি তুলেছিলেন।
নতুন করে গুলাম সেই দাবি তুলে বলেছেন, ‘‘প্রতিটি স্তরে কাজের ধরন না পাল্টালে কংগ্রেসের হাল বদলাবে না। শীর্ষ নেতৃত্বকে পার্টির জন্য কর্মসূচি ঠিক করতে হবে। সমস্ত পদে নির্বাচন করাতে হবে।’’ যদিও গান্ধী পরিবারকে দোষারোপ করতে চাননি গুলাম। বলেছেন, তিনি গান্ধী পরিবারকে সরানোর দাবি তুলছেন না। কিন্তু শীর্ষপদে থাকলে গান্ধী পরিবারকে যে পরিশ্রম করতে হবে, তা কিন্তু মনে করিয়ে দিয়েছেন।