দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আগরায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বাবার দোকান থেকে ফিরছিল ওই কিশোরী। রাস্তার একটি ফাঁকা জায়গায় এক বাইকচালক তার পথ আটকে দাঁড়ান। অটো নিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন আরও দু’জন। কিশোরীকে জোর করে তুলে নিয়ে যান বাইকচালক। তার পর দুই অটোসওয়ারির হাতে তুলে দেন কিশোরীকে।
নির্যাতিতার অভিযোগ, এরপর একটি ইটভাটায় তাকে গণধর্ষণ করে পালিয়ে যান অভিযুক্তেরা। মঙ্গলবার সকালে ইটভাটার এক কর্মী ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই রূপেশ, করুয়া এবং জগদীশ নামে তিন তরুণের খোঁজ পায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই শামসাবাদ গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। এক অভিযুক্ত গ্রেফতার হতেই আর এক অভিযুক্ত পালিয়ে যান। অন্য দিকে, ধরা পড়ার ভয়ে আর এক অভিযুক্ত জগদীশ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে জগদীশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অটোচালক রূপেশকে প্রথমে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে জগদীশ এবং করুয়ার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার হওয়ার ভয়ে গা ঢাকা দেন করুয়া। অন্য দিকে, গ্রেফতারি এড়াতে আত্মহত্যা করেন জগদীশ।