দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে তারা অ্যান্টি ভাইরাল ড্রাগ Favipiravir লঞ্চ করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে তাদের ওষুধের নাম FabiFlu৷। যার ব্যবহার কোভিড-১৯ এ সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার কাজে হবে৷
গ্লেনমার্ক জানিয়েছে এক একটি ওষুধের দাম ১০৩ টাকা৷ গ্লেনমার্ক জানিয়েছে ২০০ মিলিগ্রামের ৩৪টি ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম ৩৫০০ টাকা।
হিমাচাল প্রদেশে-র কারখানায় এই ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধ হাসপাতাল ও রিটেল চেনে এই ওষুধ পাওয়া যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার ড্রাগ কন্ট্রোল জেনারল অফ ইন্ডিয়া এই ওষুধ তৈরির সম্মতি দিয়েছে।
ফ্যাবিফ্লু কোভিড-১৯ এর চিকিৎসার জন্য স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ওষুধ Favipiravir৷ এই ওষুধের ব্যবহার ১৮০০ মিলিগ্রাম ডোজ দু’বার করে এই ওষুধ দেওয়ার বিধি রয়েছে। এরপরের ১৪ দিন ধরে ৮০০ মিলিগ্রাম করে ডোজ দিনে দু’বার (FabiFlu Dose) করে দেওয়া হয়েছে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে