দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যের স্কুলগুলোয় লাগামছাড়া ফি। এই কোভিড আবহে তা গুনতে নাভিশ্বাস উঠছে অভিভাবকদের। তাই রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে গেছিলেন অভিভাবকরা। সেই করতে গিয়ে যা শুনতে হল, তাতে হতবাক অভিভাবকরা। মন্ত্রী সটান বলে বসলেন, ‘যাও গিয়ে মর’। এ হেন উক্তি মধ্যপ্রদেশের স্কুল শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের।
মধ্যপ্রদেশ হাইকোর্ট রায় দিয়েছে, বেসরকারি স্কুলগুলো টিউশন ফি ছাড়া আর কিছু পড়ুয়াদের থেকে আদায় করতে পারবে না। কারণ কোভিড আবহে স্কুল বন্ধ। বাড়িতে বসে অনলাইনেই ক্লাস করছে পড়ুয়ারা। কিন্তু মধ্যপ্রদেশের স্কুলগুলো সেই রায় না মেনে অন্য ফিও আদায় করছে। এই পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবকেরই এত টাকা স্কুলের ফি দেওয়া সম্ভব হচ্ছে না।
এই নিয়ে অভিযোগ জানাতে পারমারের কাছে গেছিলেন ৯০ থেকে ১০০ জন অভিভাবক। তাঁরা মধ্যপ্রদেশে পালক মহাসঙ্ঘের সদস্য। অভিভাবকরা এই বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ চান। জানান, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সাহায্য না করলে তাঁরা কোথায় যাবেন। এই প্রশ্নের জবাবেই মন্ত্রী বলেন, ‘যাও গিয়ে মরো, যা খুশি করো।’
ক্ষুব্ধ অভিভাবকদের দাবি, এই মন্তব্যের জন্য মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তিনি সাহায্যের জন্য এগিয়ে না এলে তাঁকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। বিরোধী কংগ্রেসও একই দাবি করেছে।