আজমীর, ২৪ আগস্ট: মুসলিম চুড়ি বিক্রেতাকে বেধড়ক মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজমীরে ফের সংখ্যালঘু নিগ্রহে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার উত্তরপ্রদেশ থেকে আসা এক মুসলিম ব্যক্তি ও তাঁর পরিবারকে রাজস্থানের আজমীরে হেনস্থা ও নিগ্রহের ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরেই ৫ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা মুসলিম লোকটিকে মারধর করছে। লোকটির সঙ্গে দুটি শিশুসন্তান। একজন চিৎকার করে তাঁকে বলছে, কেন উত্তরপ্রদেশ থেকে এসেছ? এখানে কোনও মন্দির আছে কি? আমি ওদের ক্লিপ দেখেছি। ওরা সোনার গহনা চুরি করে। মুসলিম ব্যক্তির নামে চুরির অভিযোগ তুলে তাঁকে বলা হয়, এক কাজ করো, পাকিস্তানে চলে যাও। তুমি কি ভিখারি। দেখি, পকেট দেখি! তারপর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কাছ থেকে জোর করে টাকাকড়ি নিয়ে নিতে দেখা যায় অভিযুক্তদের। এমনকী তারা লোকটির দেহ তল্লাশি করে।
এক পুলিশ অফিসার বলেন, ২০ আগস্ট তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। তাতে কিছু লোক এক ভিখারীকে মারধর করছে, দেখা যাচ্ছে। এ ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি। আমরা নিজেরাই ঘটনাটি মাথায় রেখে তদন্তের নির্দেশ দিই। তদন্তে জানা যায়, জনৈক ললিত শর্মা আরও ৪ জনের সঙ্গে ওই ভিখারীকে নিগ্রহ করে। ললিত ২০ আগস্ট গ্রেফতার হয়, বাকিরা পরদিন। আদালতে তোলা হলে তারা সাফাই দেয়, অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকায় লোকটিকে মারধর করেছে। ওরা চিহ্নিত হতে চায় না বলে ভিক্ষে করছিল। ৫ অভিযুক্তই পরে জামিনে ছাড়া পেয়ে যায়। ললিত বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলে শোনা যাচ্ছে।