Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গোরুর দুধে সোনা, গো বিজ্ঞান পরীক্ষার সিলেবাস দিল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গোরুর দুধে সোনা, গো বিজ্ঞান পরীক্ষার সিলেবাসে জুড়ে দিল মোদী সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় কামধেনু আয়োগের প্রথম অনলাইন পরীক্ষার পাঠ্যক্রমে সিলেবাসে বলা হয়েছে, দেশি গরুর দুধে সোনা আছে!‌ কোনও গরুকে হত্যা করলেই ভূমিকম্প হবে!‌ ভোপালে যে বাড়ির দেওয়ালে গোবর শুকোতে দেওয়া হতো, গ্যাস দুর্ঘটনার সময় সেগুলোর কিন্তু কোনও ক্ষতি হয়নি!‌ শুনতে অবাক করা এই কথাগুলো আসলে পরীক্ষার সিলেবাস। এমনই সমস্ত বিষয় থাকছে।

পরীক্ষার উদ্যোক্তা রাষ্ট্রীয় কামধেনু আয়োগের তরফে জানানো হয়েছে, পাঠ্যক্রম অনুযায়ী কামধেনু গৌ–বিজ্ঞান প্রচার–প্রসার নামে এই পরীক্ষার প্রশ্নগুলো মাল্টিপেল-চয়েসের মতো হবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের জন্য পৃথক পৃথক বিভাগ থাকবে। যে প্রার্থীরা পরীক্ষায় পাস করবেন, তাঁদের পুরস্কার এবং বিশেষ শংসাপত্র প্রদান করা হবে।

তবে সংস্থার ওয়েবসাইটে দেওয়া পাঠ্যক্রম নিয়েই কিন্তু আলোচনা সবচেয়ে তুঙ্গে। তাতে বলা হয়েছে, দেশি গরু বুদ্ধিমান এবং চালাক। তারা কখনই নোংরা জায়গায় বসে না। কিন্তু জার্সি গরুগুলি সাধারণ কুঁড়ে হয়। এদের মাধ্যমে রোগও ছড়ায়। সঙ্গে পাঠ্যক্রমে আরও বলা হয়েছে, যখনই কোনও অপরিচিত মানুষ দেশি গরুর কাছে আসে, তখনই সে দাঁড়িয়ে যায়। অন্যদিকে, বিদেশি গরু কখনই কোনওরকম অনুভূতি প্রকাশ করে না।

এই পরীক্ষা প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর পরীক্ষা হবে। যে কেউ এই পরীক্ষায় বসতে পারবেন। মূলত দেশি গরু নিয়ে আমজনতার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

উল্লেখ্য, দেশের মধ্যে গোরুকে সামনে রেখে ব‍্যাপক ভাবে রাজনীতি শুরু করেছে বিজেপি। এমনকি গো রক্ষার নামে একাধিক মানুষকে হত্যাও করেছে গেরুয়া শিবির। বিজেপি শাসিত কর্ণাটক মধ্যপ্রদেশ এর আগে গো–হত্যা বন্ধে কঠোর আইন এনেছে। এমনকী শিবরাজ সিং চৌহান সরকার একেবারে মন্ত্রকই তৈরি করে ফেলেছে।

Leave a Reply

error: Content is protected !!