দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভায় যোগ দিতে আসার পথে, জওহরলাল নেহরু রোডে একটি মিছিল থেকে বিজেপি কর্মীরা ‘গোলি মারো’ স্লোগান দেন। সোশ্যাল সাইটে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করেছে পুলিশ। ওই তিন বিজেপি কর্মীকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে।
রবিবারই নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু হয় হুমকি দেওয়া সহ বেশ কয়েকটি ধারায়। ধৃতদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। দিল্লি ভোটের আগে ‘গোলি মারো’ স্লোগান ঘিরে বারবার বিতর্ক ছড়ায় রাজধানীতে। বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুরের সভাতে শোনা গিয়েছিল এই স্লোগান।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps