দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রের হাতে থাকা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে মোদী সরকারে। আইআরসিটিসির শেয়ারগুলি ওএফএসের মাধ্যমে বিক্রি করা হবে।
সূত্রের খবর, ইতিমধ্যেই ডিসিভেস্টমেন্ট বিভাগ মার্চেন্ট ব্যাংকারদের শেয়ার কেনার জন্য বিডের আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর প্রাক বিড সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আইআরসিটিসি ভারতীয় রেলের একটি সহযোগী সংস্থা।
এই কর্পোরেশনের সাহায্যে ভারতীয় রেলের টিকিট বুকিং করা হয়ে থাকে। এছাড়াও এই সংস্থা বেশ কিছু বেসরকারি ট্রেনও চালায়। আইআরসিটিসি ২০১৯ সালের অক্টোবরে শেয়ার বাজারে প্রবেশ করেছে।
আইআরসিটিসি এশিয়া-প্যাসিফিকের ব্যস্ততম ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে প্রতি মাসে ২ ৫ থেকে ২.৮ কোটি টিকিট বিক্রি হয়। প্রতিদিন এর ওয়েবসাইটে ৭ কোটি লগইন হয়।