দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ও তাকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের জম্মু-কাশ্মীর বিষয়ক দায়িত্বশীল অম্বিকা সোনি। তিনি মন্তব্য করেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে সরকার সেখানকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরকে দুটি ভাগে বিভক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিণত করার এতবড় পদক্ষেপ নেওয়ার আগে বিজেপি সরকার এখানকার জনগণের মতামত নেয়নি। এখানকার জনগণের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ওই পদক্ষেপ গ্রহণের দ্বারা পূরণ হয়েছে কী? জম্মু-কাশ্মীরের জনগণ কেন্দ্রকে এই প্রশ্নের জবাব দিতে বলবে।’ তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধী দলের নেতারা কেন এখনও মুক্তি দেওয়া হচ্ছে না?’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন