দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া হিংসা রুখতে ও স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বাংলার একাধিক জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। এই জেলাগুলি হল, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার৷
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন