দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়িয়েছে মোদী সরকার। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনগুলি বাদ দিয়ে অন্যত্র খোলা যেতে পারে মদের দোকান। কিন্তু সোমবার দেশজুড়ে মদের দোকানগুলি খোলামাত্র দেখা যায় সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। তাঁরা সামাজিক দূরত্ব মানছিলেন না।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, মদের দোকানগুলি খুললে সেখানে ন্যূনতম ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে। দোকানের ভিতরে কখনও একসঙ্গে পাঁচজনের বেশি খদ্দেরকে ঢুকতে দেওয়া যাবে না। অথচ এদিন সকালে বিভিন্ন মদের দোকানের বাইরে দেখা যায় লম্বা লাইন। এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুরু হয়েছে, মানুষের জীবন বিপন্ন করে রাজস্ব কামাচ্ছে সরকার।
Support Free & Independent Journalism