দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে যেকোনও মুহূর্তে। শোনা যাচ্ছে, মার্চ মাসের প্রথম দিকেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। আর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণ বিধি। এই নির্বাচনী আচরণ বিধি কার্যকর হওয়ার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। শুধু তা-ই নয়, শাহ এ-ও বলেছিলেন, শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত এক আধিকারিক সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে।
ওই অধিকারিকের কথায়, এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে। নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। তিনি আরও বলেছিলেন, ‘‘সিএএ-র গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তাঁরা কবে ভারতে প্রবেশ করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করতে চায় নরেন্দ্র মোদী সরকার।