Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

টেন্ডারের ভয়ে বড় কাজে হাত দেয় না পঞ্চায়েতগুলি! বিস্ফোরক মহুয়া মৈত্র

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিরোধীদের সুরেই সুর মেলালেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এত দিন বিরোধীরা অভিযোগ করতেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি বড় অঙ্কের কোনও প্রকল্পই নেয় না, পাছে টেন্ডার ডাকতে হয়! এইবার মহুয়া মৈত্রই তা নিয়ে পঞ্চায়েতগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে মহুয়া স্পষ্ট বলেছেন, অর্ধেক পঞ্চায়েত পাঁচ লক্ষের বেশি টাকার কোনও প্রকল্পে হাতই দেয় না। কারণ টেন্ডার ডাকতে হবে। ওই ভিডিও বার্তায় মহুয়া বলেছেন, চতুর্দশ অর্থ কমিশনের টাকা বহু জায়গায় খরচই হয়নি। কয়েকদিনের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ঢুকে যাবে। সেই টাকা খরচ হলে তাঁর লোকসভা কেন্দ্রের ৮২টি পঞ্চায়েতে অন্তত একটিও কাঁচা রাস্তা থাকার কথা নয় বলে দাবি মহুয়ার।

মহুয়া আরও বলেন, রাজ্য সরকার ২০১৪ সালে সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ লক্ষ টাকার বেশি কাজ হলে ই-টেন্ডার ডাকতে হবে। কিন্তু সেই পরিকাঠামো যে বহু জায়গায় গড়ে ওঠেনি সে কথা অকপটে বলে দিয়েছেন তিনি। যদিও বিরোধীদের বক্তব্য, ই-টেন্ডারের ব্যবস্থা ইচ্ছাকৃত ভাবেই বাস্তবায়িত করা হয়নি। সেটা হলে গ্রামে গ্রামে রাস্তা হত, নিকাশি ব্যবস্থা গড়ে উঠত। স্থানীয় তৃণমূল নেতার টালির বাড়ি রাতারাতি মার্বেলের হত না।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!