Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

১১৯ আসন জিতেছে মহাজোট! নীতিশের ফোনের পর তা ১০৯ করা হয়েছে, অভিযোগ আরজেডির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সারাদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ল্যাপে সামান্য লিড ধরে রেখেছে এনডিএ। আপাতত যে পরিসংখ্যান মিলছে, তাতে ১১০ টি আসনে জিতেছেন মহাজোট-এর প্রার্থীরা। এনডিএ জোটের ইতিমধ্যে ১২৩ টি আসন এসেছে।

এরই মাঝে গুরুতর অভিযোগ তুলল আরজেডি। ১০৯ টি নয়, ১১৯ টি আসনে জিতেছে মহাজোট। কিন্তু বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ফোনের পর সেই ফল পালটে দেওয়া হয়। ‘জয়ী’ প্রার্থীদের একটি তালিকাও প্রকাশ করেছে তেজস্বী যাদবের দল।

Leave a Reply

error: Content is protected !!