Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মহা বিপদ! দেশজুড়ে ৫০টি শাখা বন্ধ করছে এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক ধাক্কায় একাধিক শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ইয়েস ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের ৫০টি শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া কোনও উপায় ছিল না।

গত মার্চ মাসে ব্যাঙ্কের দায়িত্ব নেন প্রশান্ত কুমার। সূত্রের খবর তারপরেই ব্যাঙ্ক পরিচালনার খরচ ২১ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাঙ্কের শাখাগুলির মাসিক ভাড়া কম করার চেষ্টা চলছে। অনেকক্ষেত্রে দুটি শাখা খুব কাছাকাছি রয়েছে। তাদের একটি বন্ধ করে দেওয়া হবে।

 

Leave a Reply

error: Content is protected !!