Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

গুরুগ্রামে আট জায়গায় নামাজের অনুমতি বাতিল করল প্রশাসন

নয়াদিল্লি, ০৩ নভেম্বর: গুরুগ্রামে নামাজ পড়ার জন্য যে ৩৭টি জায়গা নির্দিষ্ট ছিল, তার মধ্যে আটটি জায়গার অনুমতি বাতিল করে দিল গুরুগ্রামের স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, ওই জায়গাগুলিতে নামাজ পড়া নিয়ে স্থানীয় মানুষেরা আপত্তি জানিয়েছেন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, বাকি ২৯টি স্থানগুলি নিয়ে যদি কোনও আপত্তি ওঠে, সে ক্ষেত্রেও অনুমতি বাতিল করা হবে।

গুরুগ্রামের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে কোনও খোলা জায়গায় নামাজ পড়তে গেলে স্থানীয় প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে। কিন্তু যদি স্থানীয় মানুষ এই নামাজে সায় না জানান, তা হলে সেখানে অনুমতি দেওয়া হবে না।’ গত কয়েকসপ্তাহ ধরেই নামাজ পড়া নিয়ে প্রতিবাদ, পাল্টা প্রতিবাদের ঢেউ দেখছে গুরুগ্রাম। কয়েকদিন আগেই সেক্টর ১২-এ এলাকায় নামাজ পড়ার বিরুদ্ধে প্রতিবাদে নামেন হিন্দুবাদী সংগঠনের সদস্যরা। ঘটনায় অশান্তি এড়াতে ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!