দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হামাসের নয়া রণকৌশলে চিন্তায় পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। অপহৃত ইসরায়েলিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা শুরু করেছে হামাস। আর তাদের এই মোক্ষম চালেই ইসরায়েলের হামলায় মৃত্যু হচ্ছে অপহৃত ইসরায়েলিদেরই! শনিবার ইসরায়েলের হামলায় গাজায় বন্দি ৯ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে।
হামাসের এই নতুন পন্থা অবলম্বনের পর গাজায় আরও জোরদার অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনা। ইতিমধ্যেই গাজা সীমান্ত সংলগ্ন হামাসের বাঙ্কারগুলিতে অভিযান চালিয়ে বেশ কিছু ইসরায়েলিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহুর সেনা। যদিও গাজার একেবারে ভিতরে কোনওভাবেই ঢুকতে পারছেনা সেনা।