দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ ২ নভেম্বর। দিনটি বিশ্বের সবথেকে বড় সুপারস্টার তথা বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের জন্মদিন। আজ ৫২তম জন্মদিন পালন করছেন তিনি। প্রতি বছর এই বিশেষ দিনে হাজার হাজার মানুষ মুম্বাইতে তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে হাজির হয়। শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর লোক তাকে ভালবাসে। তবে এই নাম প্রতিপত্তি একদিনে আসেনি। এর পিছনে রয়েছে অনেক না জানা পরিশ্রম এবং কষ্টের গল্প।
বর্তমানে কোটি টাকার মালিক শাহরুখ জীবনের প্রথম বেতন হিসেবে পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। এই বেতন তিনি পেয়েছিলেন এক কনসার্টে নকিব হিসেবে কাজ করে। ৮০-র দশকের শুরুর দিকে বিখ্যাত গায়ক পঙ্কজ উদাসের একটি কনসার্টে নকিব হিসেবে কাজ করেন তিনি। বদলে বেতন পান ৫০ টাকা। সেই প্রথম বেতনের টাকায় তিনি আগ্রা যাওয়ার ট্রেনের টিকিট কেটেছিলেন তাজ মহল দেখবেন বলে, যা তার ছোটবেলার স্বপ্ন ছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন