Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি বিলের সুফল! ঋণ শোধ করেও লাগাতার হেনস্থা, অপমানে আত্মঘাতী কৃষক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সবে মাত্র কৃষি বিলে সই করেছেন রাষ্ট্রপতি। কৃষি বিল এখন আইনে কার্যকর করার অপেক্ষায়। তার বিরুদ্ধে প্রতিবাদে দেশেজুড়ে চলছে কৃষকদের বিক্ষোভ। ধীরে ধীরে সেই বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে ঋণ শোধ করেও আত্মঘাতী হলেন এক কৃষক। মর্মান্তিক ঘটনাটি পাঞ্জাবের অমৃতসরের। চাষের জন্য নেওয়া ঋণ শোধ করলেও যে দুই এজেন্টের মাধ্যমে সেই ঋণটি পেয়েছিলেন, তাঁদের লাগাতার অপমান সহ্য করতে পারছিলেন না তিনি। যার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম রঞ্জিত সিং। শনিবার অমৃতসরের হর্ষ চিন্না গ্রামে নিজের বাড়িতেই আত্মঘাতী হন ৪০ বছর বয়সি ওই ব্যক্তি। রঞ্জিত সিংয়ের বাড়ির লোকের অভিযোগ, চাষের জন্য ওই দু’‌জনের কাছ থেকে মোট চার লক্ষ টাকা নিয়েছিলেন রঞ্জিত। কিন্তু সময়েই সেই টাকা ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু লোনের জন্য যে দু’‌টি চেক দিয়েছিলেন তা ওই দুই এজেন্ট ফেরত দিতে চাইছিল না। এমনকী রঞ্জিত যে ঋণ পরিশোধ করেছেন, তা পুরোপুরি অস্বীকার করে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছিল দুই এজেন্ট। আরও চার লক্ষ টাকা দাবিও করে তারা। এরপরই চরম এই পথ বেছে নিলেন ওই কৃষক।

মৃত্যুর আগে একটি ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। সেখানে ওই দুই এজেন্ট সতীন্দর পাল সিং ও জগরূপ সিংকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন। ইতিমধ্যে দু’‌জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে রঞ্জিত সিংয়ের ভিডিওটিও। সেটিকে কাজে লাগিয়ে তদন্তের দ্রুত কিনারা করতে চাইছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!