Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে হেনস্থা, ফের এফআইআর অর্ণব গোস্বামীর বিরুদ্ধে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে হেনস্থা করার অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হল রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। ওই এফআইআরে অর্ণব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সকালে অর্ণবকে গ্রেফতার করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন পুলিশকর্মীদের একটি দল। কিন্তু, তাঁদের তিন ঘণ্টা বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পরে অর্ণবকে যখন তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছিল তখন তাঁর স্ত্রী কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দিয়েছেন। অর্ণব গোস্বামীও একজন মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থা করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!