দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কারখানা তৈরীর আর্জি নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের দ্বারস্থ হয়েছিলেন মহিলা। সেই মহিলাকেই চন্দ্রযান-৪-এ চাপিয়ে চাঁদে পাঠিয়ে দেওয়ার নিদান দিলেন খট্টর। হরিয়ানা সরকারের ‘জনসংবাদ’ কর্মসূচি উপলক্ষে হিসার জেলায় রয়েছেন খট্টর। ‘জনসংবাদ’ কর্মসূচিতে হরিয়ানার সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সেই কর্মসূচিতে যোগ দিতেই কুলানা গ্রামে গিয়েছিলেন খট্টর। সেখানে উপস্থিত এক মহিলা তাঁর গ্রাম ভাটোল জাটানে একটি কারখানা তৈরির আর্জি জানান হরিয়ানার মুখ্যমন্ত্রীকে। তাঁর যুক্তি ছিল, এই কারখানা তৈরি হলে আশপাশের অনেকগুলি গ্রামের মহিলাদের কর্মসংস্থান হবে। এর উত্তরে খট্টরকে বলতে শোনা যায়, ‘‘চাঁদে পরের বার চন্দ্রযান-৪ পাঠানো হবে। সেই মহাকাশযানে করে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত বসে যাও।’’