Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛বাংলার রাজ্যপাল কি নির্বাচন কমিশনার হয়ে গিয়েছেন?‌’ ধনকরের ভূমিকা নিয়ে প্রশ্ন বৃন্দা কারাতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল যেভাবে সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন তাতে রাজ‍্যপাল জগদীপ ধনকরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রবীণ সিপিএম নেত্রী বৃন্দা কারাত। তার প্রশ্ন বাংলার রাজ্যপাল কি নির্বাচন কমিশনার হয়ে গিয়েছেন?

‌বুধবার রাজ্যপাল বলেন, নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে যে ভীতিজনক ছবি রয়েছে তার মোকাবিলাই তাঁর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, আগামী বিধানসভা ভোট ভয়মুক্ত পরিবেশে স্বচ্ছভাবে হবে। তারই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের কাছে বৃন্দার পাল্টা প্রশ্ন, ‘‌পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি নির্বাচন কমিশনার হয়ে গিয়েছেন?‌’

রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বৃন্দা বলেছেন, ‘‌যেভাবে রাজ্যপালকে বিজেপি নিয়োগ করেছে, তিনি কেন্দ্রীয় সরকারের এজেন্টের মতো কাজ করছেন। ‌এটা রাজ্যপালের পদমর্যাদাকে লঙ্ঘন করছে এবং এই পদের পক্ষেও অসম্মানের।’‌

কেরলের ত্রিবান্দ্রম কর্পোরেশন ভোটে শাসকদল এলডিএফ–এর জয়ের জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে বৃন্দা বলেন, বিজেপি এবং কংগ্রেস যে শাসকদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল, তার সমুচিত জবাব ভোটবাক্সে দিয়েছেন মানুষ।

Leave a Reply

error: Content is protected !!