Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপিতে যোগ দেওয়ার কথা ১,৪০০ তৃণমূল কর্মীর, এলেন না কেউ-ই, ক্ষোভে ফেটে পড়লেন মুকুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভেস্তে গেল যোগদান পর্ব। বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল ১৪০০ তৃণমূল কর্মীর। কিন্তু এলেন না একজনও। আর তাতেই মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি’র সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়।

এই ঘটনার জন্য স্থানীয় নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘‌ওদের কথায় বিশ্বাস করে আমি এখানে এসেছিলাম। কেউ বিশ্বাসের অমর্যাদা করলে আমি ভালোভাবে নিই না। যোগদান হচ্ছে না জানতে পারলে আমি এই সভায় আসতাম না।’‌

ঠিক কী ঘটেছে?‌ মঙ্গলবার চাকদহের শিমুরালি মনসাপোতার মাঠে বিজেপি’র নদিয়া দক্ষিণ জেলা তফসিলি মোর্চার সভায় অনেকে তৃণমূল থেকে যোগদান করবেন বলে জানানো হয়েছিল। যদিও কেউই আসেননি। তফসিলি মোর্চার জেলা সভাপতি তারক সরকারের দাবি, ‘‌পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্য–সহ বিভিন্ন স্তরের ১,৪০০ তৃণমূল কর্মীর আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তৃণমুল থেকে আমাদের দলে আসা স্থানীয় বিজেপি নেতারা এই ব্যাপারে আপত্তি জানানোয় এদিনের মতো যোগদান পর্ব বাতিল করা হয়েছে।’‌

মুকুল ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন, ‘‌আমি রাজনীতিটা খুব খারাপ বুঝি না। গত লোকসভার নির্বাচনের সময়ে বলেছিলাম, আমরা ২০–২২ টি আসন পাব। ১৮ টি পেয়েছি। আমি বলে যাচ্ছি, বিধানসভা নির্বাচনে তৃণমূল ১০০ আসন পাবে না। যতই ওরা সংখ্যালঘু–সংখ্যাগুরুর হিসাব করুক।’

Leave a Reply

error: Content is protected !!