দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে দেশজুড়ে। সেই বিক্ষোভের মাঝেই মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতেই পারছেন না ভারত সরকার কেন এই আইন পাশ করল। এর কোনও দরকার ছিল না। কারণ এতে ভারতের জনগণকেই সমস্যায় পড়তে হচ্ছে।
এই সিদ্ধান্তের পরে ভারত থেকে কোনও মুসলিম ব্যক্তি বাংলাদেশে যাননি বলেই জানিয়েছেন হাসিনা। নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসিক ও খ্রিস্টান ধর্মের মানুষ ২০১৪ সালের ডিসেম্বর মাসের আগে ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
হাসিনা অবশ্য নাগরিকত্ব আইন ও এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেছেন। হাসিনা আরও জানিয়েছেন, এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সম্পর্ক যথেষ্ট ভাল। তিনি মোদী সরকারের সমালোচনা করছেন না। কিন্তু এই সিদ্ধান্ত বুঝতে তাঁর সমস্যা হচ্ছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন