Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসের দলিত তরুণীকে ধর্ষণ করা হয়নি! আজব দাবি যোগীরাজ্যের পুলিশের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে গণধর্ষণ ও তারপর তাঁর মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। কিন্তু নির্যাতিতাকে নাকি ধর্ষণ করা হয়নি এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক সিনিয়র পুলিশ আধিকারিক।

ওই অফিসারের নাম প্রশান্ত কুমার। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট বলছে গলায় আঘাতের জন্য মৃত্যু হয়েছে নির্যাতিতার। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে বলা হয়েছে কোথাও বীর্য পাওয়া যায়নি। এর থেকেই প্রমাণিত কিছু মানুষ ইচ্ছে করে এই ঘটনাকে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের রূপ দিতে চাইছে।”

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মেয়েটাকে যখন উদ্ধার করা হয়েছিল তার ঘাড় বেঁকে গিয়েছিল। গলায় একাধিক ক্ষতের দাগ ছিল। সারা শরীরে কালশিটে পড়ে গিয়েছিল। মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল নির্যাতিতার।

অবশ্য যোগীরাজ্যের পুলিশের এই দাবির বিরুদ্ধে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নির্যাতিতার শরীর থেকে বেশ কিছুক্ষণ পরে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাহলে সেখানে বীর্য না থাকারই কথা। কিন্তু তা ছাড়াও যে প্রমাণ মিলেছে তা থেকে ধর্ষণের ঘটনা স্পষ্ট। তাহলে কী ভাবে পুলিশ এই দাবি করছে, প্রশ্ন বিশেষজ্ঞদের।

 

Leave a Reply

error: Content is protected !!