দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস গণধর্ষণ কাণ্ডে যোগীর পুলিশকে তীব্র ভর্ৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট। নির্যাতিতার স্বজনেরা সোমবার এলাহাবাদ হাইকোর্টে হাজিরা দিয়েছেন, সেখানে পুলিশ কর্তাদের উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘কী করে বলছেন ধর্ষণ হয়নি, তদন্ত কি শেষ হয়ে গিয়েছে? আপনার বা কোনও ধনী পরিবারের মেয়ে হলে পারতেন তার দেহ এ ভাবে পুড়িয়ে দিতে?”
এ দিন এলাহাবাদ হাইকোর্টে পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) দাবি করেন, হাথরসের ঘটনা যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার ‘আন্তর্জাতিক চক্রান্ত’। ধর্ষণের কোনও ঘটনাই হয়নি। বিচারপতি তাঁকে প্রশ্ন করেন— “কী করে জানলেন ধর্ষণ হয়নি? তদন্ত কি শেষ হয়ে গিয়েছে?” তার পরে বলেন, “আপনার নিজের মেয়ে হলে এই কথা বলতে পারতেন? দরিদ্র দলিতের মেয়ে না-হয়ে কোনও ধনী পরিবারের মেয়ে হলে পারতেন তার দেহটা এই ভাবে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিতে?”