দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর ঘোষণা করল, হাথরসের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী। রাজনীতিকরা মনে করছেন, ঘরে-বাইরে চাপের মুখেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
যদিও শনিবার সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে প্রিয়াঙ্কা গান্ধী জানান, হাথরসের পরিবারটির সিবিআই তদন্তে ভরসা নেই। তিনি জানান, পরিবার চায়, সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্ত হোক।