দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে একের পর এক ঘটনার জেরে। উত্তরপ্রদেশ পুলিশ কার্যত প্রবল সমালোচনার মুখে পড়ে গিয়েছে। প্রথমত, দলিত তরুণীর ধর্ষণের অভিযোগের ঘটনাকে ধর্ষণ বলে মানতেই রাজি হচ্ছে না পুলিশ। অন্যদিকে, নির্যাতিতার বাড়িতে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী যাওয়ার সময়, তাঁর পোশাক ধরে টানতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মীকে।
এঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ। প্রিয়াঙ্কার ঘটনা নিয়ে একটি ট্যুইট বার্তায় তিনি লেখেন, “পুরুষ পুলিশের সাহস কী করে হয় মহিলা নেত্রীর পোশাকে হাত দেওয়ার!..” এরপরই তিনি ক্ষোভ উগরে লেখেন, কোনও মহিলা নেত্রী যদি প্রতিবাদে এগিয়ে আসেন, তাহলে পুলিশের উচিত মহিলার মর্যাদা সম্পর্কে খেয়াল রাখা।