Friday, March 14, 2025
Latest Newsরাজ্য

হাথরস কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় বাম-কংগ্রেসে মিছিলে ধুন্ধুমার, পুড়ল মোদী-যোগীর কুশপুতুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হাথরাস গণধর্ষণ কাণ্ড উত্তাল সারা দেশ। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে বিরোধীরা। আজ শনিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাস্তায় নেমে যোগী ও মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস যুব-ছাত্র-মহিলারা। মৌলালি থেকে একটি মিছিল নিয়ে তাঁরা আসেন ধর্মতলায়। মিছিলে দাবি ওঠে, কেন্দ্রে মোদী ও উত্তরপ্রদেশে যোগীর মতো সরকারের আর প্রয়োজন নেই। তাদের জমানায় মেয়েরা নিরাপদ নন।

মিছিলটি ধর্মতলায় এলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিস। বাম ছাত্র-যুবরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি। বাম মহিলা সংগঠনের অভিযোগ, বাধা দিতে গিয়ে তাদের মারধর করেছে পুলিস, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। মিছিলে ছিলেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্য বাম নেতারা। ধর্মতলায় জমায়েতের মধ্যেই নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের কুশপুতুলে আগুন ধরান বিক্ষোভকারীরা।

 

Leave a Reply

error: Content is protected !!