দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে দলিত তরুণীর নির্মম পরিণতির প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, ঠিক তখন নির্যাতিতার গ্রামের অদূরেই ধর্ষণে অভিযুক্ত ৪ উঁচুজাতের যুবকের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করল ঠাকুর সম্প্রদায়ের কয়েকশো মানুষ। ধর্ষণে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। পরে, ওই এলাকায় গিয়ে বিক্ষোভ হটায় পুলিশ।
ওজবীর সিং রানা নামে এক বিক্ষোভকারী বলেন, “আমরা জেলাশাসকের নির্দেশ মান্য করছি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। একটা ঘটনায় আমাদের সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে যথেষ্ট প্রমাণ নেই। যদি তারা দোষী হয়, তবে শাস্তি দেওয়া হোক। কিন্তু দোষী না হলে, দয়া করে তাদের মুক্ত করা হোক।”