কাবুল, ০৪ সেপ্টেম্বর: কাশ্মীর নিয়ে মুখ খুলল তালিবান। কাশ্মীর ইস্যুতে মন্তব্য করতে গিয়ে তালিবানের মুখপাত্র বলেছেন, কাশ্মীর সহ বিশ্বের যে কোনও মুসলমানদের নিয়ে সরব হওয়ার অধিকার আমাদের আছে। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না।
বিবিসি উর্দুর এক সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র সুহেইল শাহিন বলেন, “মুসলিম হিসাবে আমরা ভারত, কাশ্মীর সহ বিশ্বের যে কোনও দেশের মুসলিমদের নিয়ে সরব হতেই পারি। আমাদের সেই অধিকার আছে।” পরে জিও নিউজে সাক্ষাৎকারে সুহেইল বলেন, “আমরা বলব, মুসলিমরা তোমাদেরই দেশের নাগরিক। তোমাদের আইন অনুযায়ী তারা সমান অধিকার পেতে পারে।”