দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সৌদি আরবে গিয়ে নিজের চা বিক্রির গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‛আমি কোনও রাজনৈতিক পরিবার থেকে আসিনি৷ কোনও বই পড়ে গরিবি শিখিনি৷ প্ল্যাটফর্মে চা বেচেছি৷ দারিদ্রকে কাছ থেকে দেখেছি৷’ রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)-এর প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।
মোদী আরও বলেন, ‛কয়েক বছরের মধ্যেই, ভারত দারিদ্র্য দূরীকরণে সফল হবে। যখন একজন গরিব মানুষ বলবেন, তিনি নিজেই নিজের দারিদ্র ঘুচিয়ে দেবেন, তার চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না৷ গরিব মানুষের ক্ষমতায়ন ও তাঁকে সম্মান দেওয়াই সবচেয়ে আগে দরকার৷’ এদিন মোদী জানিয়েছেন তেল ও গ্যাস পরিকাঠামোয় ১০ হাজার কোটি মার্কিন ডলার লগ্নি করতে চলেছে ভারত৷
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন