দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রামমন্দির নিয়ে আরএসএসের সঙ্গে নাৎসিদের তুলনা করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। যার জেরে চাপের মুখে পড়তে হয়েছে তাঁকে। বুধবার রামমন্দির নিয়ে অভিযোগ তুলে কুমারস্বামী বলেন, রাম মন্দিরের জন্য অনুদান দেওয়ার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
তিনি বলেন, রাম মন্দির প্রস্তুতের জন্য অনুদান নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। নানা ভাবে চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে রাম মন্দিরের জন্য অনুদান নেওয়া হচ্ছে। তিনি জানান, ‘১৫ দিন আগে রাম মন্দিরের জন্য অনুদান চাইতে তিন জন আমার বাড়িতে এসেছিলেন। তাঁরা আমাকে রাম মন্দিরের জন্য অনুদান দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। আমি কেন দেব না, তার কৈফিয়ৎ চান।’
মঙ্গলবার কুমারস্বামী ট্যুইট করে নাৎসিদের সঙ্গে আরএসএসের তুলনা করেন। সেখানে তিনি লেখেন, রাম মন্দিরের জন্য যাঁরা অর্থ নিচ্ছেন, তাঁরা কারা অনুদান দিচ্ছেন আর কারা অনুদান দিচ্ছেন না সেগুলো চিহ্নিত করে রাখছেন। ঠিক যেমন হিটলারের রাজত্বে নাৎসিরা করেছিল। যার জেরে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরের টুইটে তিনি লেখেন, নাৎসিদের জন্মের সম সময়ে আরএসএসের জন্ম। জানি না এই উন্নয়ন দেশকে কোথায় নিয়ে যাবে।