সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করল দুস্কৃতিরা। মৃত ওই ব্যক্তির নাম শুকুর আলী ঢালী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর কুন্দখালীর গোদাবর অঞ্চলের বেড়ের হাটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এদিন AJANTA-2 ইট ভাটায় বসে থাকা অবস্থায় হটাৎ দুস্কৃতিরা পিছন থেকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে শুকুর আলীকে। স্থানীয়রা তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি কোনও রাজনৈতিক শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে কুলতলী থানার। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।