Friday, April 26, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফান সামাল দেওয়ার আগে ফের ঝড়! গতরাতের কালবৈশাখীতে মৃত দুই, ভোর থেকে মুষলধারে বৃষ্টি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিধ্বংসী আমফানের রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাংলা। গতকাল, বুধবার প্রবল কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যে মৃত্যু হয়েছে দু’জনের। হুগলির আরামবাগে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম লালমোহন রায়গুপ্ত (৪০)। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে গোপাল যাদব নামের এক ব্যক্তির।

এমন কালবৈশাখী সাম্প্রতিক কালে দেখেনি দক্ষিণবঙ্গ। ঘন্টায় প্রায় ৯৬ কিলোমিটার ঝড়ের ধাক্কায় শহর ও শহরতলির বহু জায়গায় ফের গাছ পড়েছে, উপড়ে গিয়েছে লাইটপোস্ট। নতুন করে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।

নিম্নচাপের যে অক্ষ তৈরি হয়েছে তা দক্ষিণবঙ্গের দিকে সরে আসার কারণেই রাতভর ভারী বৃষ্টি হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে তুমুল বৃষ্টি চলছে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও নদিয়ায়। আমফানের গতির মতো না হলেও গতকাল রাতের কালবৈশাখীর তেজ ছিল মারাত্মক। কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে হাওয়া বয়েছে। সেই ঝড় সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী কালবৈশাখী বলেই মত আবহাওয়াবিদদের।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!