দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। পাতিপুকুর আন্ডারপাসে ডুবে যায় বাস। লেকটাউন থেকে শ্যামবাজার যাওয়ার পথে, পাতিপুকুর আন্ডারপাসে আটকে পড়ে 47B রুটের বাস। কোনওমতে বাস থেকে নেমে বুক-সমান জল ঠেলে রাস্তায় উঠে পড়েন যাত্রীরা। জল জমে যাওয়ায় পাতিপুকুর আন্ডারপাসের একদিকের লেন দিয়ে যান চলাচল করছে।কাঁকুড়গাছি এলাকায় রাস্তায় জল। চলছে সাঁতার কাটা।
রাতভর বৃষ্টিতে জল থৈথৈ হলদিয়া পুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ লকগেট না খোলায়, জল নামেনি। যদিও এই অভিযোগ মানতে চায়নি কর্তৃপক্ষ। অন্যদিকে, জল জমে ভোগান্তি তমলুক হাসপাতাল চত্বরে।