Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আগামী ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্ক করল হাওয়া অফিস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একেবারে সকালে দিকে আকাশ মেঘলা থাকলেও, পরে ঝলমলে আকাশ। সঙ্গে অবশ্য আবহাওয়া দফতর দেওয়া পূর্বাভাস, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা আপাতত নেই। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মুর্শিদাবাদ ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশায়। হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশে ৩০ জুন ও ১ জুলাই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!