Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘বিশ্ব টিকা গুরু’ উপাধি পেতে দেশবাসীকে ঝুঁকির মুখে ফেলেছেন মোদী, তোপ কংগ্রেসের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যর্থ আখ্যা দিয়ে ফের একবার তোপ দাগল কংগ্রেস। কংগ্রেসের তরফে এদিন পবন খেরা মোদীর কোভিড মোকাবিলার পরিকল্পনাকে ব্যর্থ, নির্লজ্জ এবং অপরাধমূলক বলে আখ্যা দেন। পাশাপাশি তাঁর প্রশ্ন, আপনাকে কেন ধন্যবাদ জানাব? উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কোভিড টিকার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার লাগাতে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছিল ইউজিসি। তাছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কোভিড মোকাবিলায় কেন্দ্রকে কুর্নিশ জানিয়ে পোস্টার পড়েছে। সেই ইস্যুতেই এবার পালটা তোপ দাগল কংগ্রেস।

পবন খেরা এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী নিজের দেশের জনগণের জীবন ঝুঁকিতে ফেলে বিশ্বজুড়ে টিকা বিলিয়েছেন যাতে তিনি ‘বিশ্ব টিকা গুরু’ উপাধি পান। গোটা বিশ্বকে টিকা পাঠালেও নিজের দেশের জন্যে টিকা অর্ডার দেননি। এদিকে যখন সংস্থাগুলি টিকাসরবরাহ করতে চেটে দরজা কড়া নেড়েছিল তখন আপনি দরজা খোলেননি। আপনার ‘ইজ অফ ডুইং বিজনেস’ নীতি কি কেবল মাত্র বন্ধুদের জন্যেই থাকে?

পবন খেরা এদিন আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী তখন টিকা উত্সব পালন করছিলেন যখন কোনও টিকা ছিল না। এটা মানুষের জীবন মরণের প্রশ্ন ছিল। আপনার সাপ্তাহিক টিকাকরণ পরিকল্পনাই বা কী? লক্ষ্যে পৌঁছতে দৈনিক ৮০ লক্ষ ডোজের প্রয়োজন, সেই ডোজ কোথায়? একদিন ৮০ লক্ষকে টিকা দেওয়া হয়েছে, তারপরে ইচ্ছে করে টিকাকরণ আবার ধীর গতিতে চালানো হচ্ছে।

 

এরপর মোদীকে তোপ দেগে খেরা আরও বলেন, ‘আপনার উচিত শ্মশান এবং কবরস্থানে গিয়ে ক্ষমা চাওয়া। ওখানে গিয়ে দেখুন কীভাবে লাইন দিয়ে শেষকৃত্যের অপেক্ষায় মৃতদেহ পড়ে রয়েছে। হাসপাতালে এরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায়।’

Leave a Reply

error: Content is protected !!